ইতি মধ্যেই বাংলাদেশে এসেছেন সিলেট সিক্সার্সের হেড কোচ এবং পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনিস। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আসন্ন আসরের জন্য প্লেয়ার্স ড্রাফটের আগের দিন বাংলাদেশে পা রেখেছেন তিনি। আর বাংলাদেশে পা রেখেই সাফ জানিয়ে দিয়েছেন এবারের আসরের শিরোপা তাঁদের যে করেই হোক চাই।

ইতিমধ্যে ছয়জন ক্রিকেটারকে নিশ্চিত করে ড্রাফট থেকে দেশি বিদেশী খেলোয়াড়দের দলে ভিড়িয়ে শক্ত দল গঠন করাই থাকবে তাঁদের প্রধান লক্ষ্য বলে উল্লেখ করে ওয়াকার বলেন, ‘শিরোপা জয়ের জন্যই দল তৈরী করছে সিলেট সিক্সার্স। যে ৬ ক্রিকেটারকে নিশ্চিত করা হয়েছে তারা সবাই টি-টোয়েন্টি ফরমেটের জন্য দারুন পরীক্ষিত। সঙ্গে ড্রাফট থেকেও দেশী-বিদেশী সেরা ক্রিকেটারদের আমরা নিশ্চিত করতে চাই।’

তিনি বলেন, ‘আমার বিশ্বাস দারুন একটা ব্যালেন্স দল আমরা তৈরী করতে পারবো। ষষ্ঠ আসরের শিরোপা আমরা চাই।‌ আন্তর্জাতিক অঙ্গনে বিপিএলের প্রতি ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্টদের আস্থা ক্রমেই বাড়ছে। আর সে কারনেই বিপিএলের প্রতি সবারই আগ্রহ বাড়ছে। অনেক বড় তারকা ক্রিকেটার এ জন্য বিপিএল খেলতে চাইছে।’

এদিকে, সিলেট সিক্সার্সের প্রধান নির্বাহী ইয়াসির ওবায়েদ জানিয়েছেন, প্রথম আসরে দল সাজানোর জন্য যথেষ্ট সময় পাননি বলে ফলাফল তাঁদের পক্ষে যায়নি।

তাই এবারের টুর্নামেন্টে তাঁদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ড্রাফট থেকে ভালো দল গঠন করার কথা জানিয়ে তিনি বলেন, ‘পর্যাপ্ত সময় পাইনি বলে প্রথম আসরটা প্রত্যাশিত হয়নি আমাদের। এবার আমরা শিরোপা জয়ের জন্যই সব ধরনের প্রস্তুতি নিয়েছি আমরা। দেশী-বিদেশী ক্রিকেটার বাছাইয়ের ক্ষেত্রে আমরা সেভাবেই কাজ করেছি। ড্রাফট থেকে ভালো ক্রিকেটার পাওয়াটা অনেকটা ভাগ্যের ব্যাপার হবে। আমরা চেষ্টা করবো ভাল ক্রিকেটার বাছাই করতে।’

এরই ধারাবাহিকতায় গত আসরে সিলেটের হয়ে খেলা সাব্বির রহমান, নাসির হোসেন, পাকিস্তানের অলরাউন্ডার সোহেল তানভীর আর এ+ ক্যাটাগরিতে সিক্সার্স শিবিরে যোগ দিয়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাস। লিটন এর আগের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন।

তবে সিক্সার্সরা সবচেয়ে বড় চমক অস্ট্রেলিয়ার সাবেক সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার আর নেপালের লেগ স্পিনার সন্দ্বীপ লামিচান।