১৮ নম্ভেবার ২০১৮ (রবিবার) রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট। এবারের আসরে অংশ নেওয়া সাতটি দল তাদের পছন্দ অনুযায়ী দল গঠন করছে। এদিন মোট আটটি সেটে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। যেখানে পাঁচটি সেট দেশি ক্রিকেটারদের জন্য। আর বাকি তিনটি বিদেশি ক্রিকেটারদের জন্য।

ঢাকা ডাইনামাইসট এর প্লেয়ার তালিকাঃ

  1. সাকিব আল হাসান,
  2. সুনীল নারিন,
  3. রভম্যান পাওয়েল,
  4. কাইরন পোলার্ড,
  5. আন্দ্রে রাসেল,
  6. হজরতউল্লাহ জাঝাই,
  7. রুবেল হোসেন,
  8. কাজী নুরুল হাসান সোহান,
  9. রনি তালুকদার,
  10. শুভাগত হোম,
  11. কাজী অনিক,
  12. মিজানুর রহমান,
  13. আসিফ হাসান,
  14. শাহাদাত হোসেন রাজীব,
  15. নাঈম শেখ,
  16. আন্দ্রে ব্রিচ,
  17. ইয়ান বেল।