
১৮ নম্ভেবার ২০১৮ (রবিবার) রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট। এবারের আসরে অংশ নেওয়া সাতটি দল তাদের পছন্দ অনুযায়ী দল গঠন করছে। এদিন মোট আটটি সেটে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। যেখানে পাঁচটি সেট দেশি ক্রিকেটারদের জন্য। আর বাকি তিনটি বিদেশি ক্রিকেটারদের জন্য।
খুলনা টাইটান্স এর প্লেয়ার তালিকা:
- মাহমুদউল্লাহ রিয়াদ,
- আরিফুল হক,
- নাজমুল হোসেন শান্ত,
- কার্লোস ব্রাফেট,
- ডেভিড মালান,
- আলী খান,
- জহুরুল ইসলাম,
- শরীফুল ইসলাম,
- তাইজুল ইসলাম,
- মো. আল-আমিন,
- শুভাশিষ রায়,
- জুনায়েদ সিদ্দীক,
- তানবীর ইসলাম,
- মাহিদুল অঙ্কন,
- জহির খান,
- শ্রেরফানে রাদারফোর্ড,
- লাসিথ মালিঙ্গা,
- ইয়াসির শাহ,
- ব্রেন্ডন টেলর।
