
১৮ নম্ভেবার ২০১৮ (রবিবার) রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট। এবারের আসরে অংশ নেওয়া সাতটি দল তাদের পছন্দ অনুযায়ী দল গঠন করছে। এদিন মোট আটটি সেটে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। যেখানে পাঁচটি সেট দেশি ক্রিকেটারদের জন্য। আর বাকি তিনটি বিদেশি ক্রিকেটারদের জন্য।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্লেয়ার তালিকা :
- তামিম ইকবাল,
- ইমরুল কায়েস,
- মোহাম্মদ সাইফউদ্দিন,
- শোয়েব মালিক,
- আশেলা গুনারত্নে,
- লিয়াম ডসন,
- আবু হায়দার রনি,
- এনামুল হক বিজয়,
- মেহেদী হাসান,
- জিয়াউর রহমান,
- মোশাররফ হোসেন রুবেল,
- মোহাম্মদ শহীদ,
- শামসুর রহমান,
- সঞ্জীত সাহা,
- শহীদ আফ্রিদি,
- থিসারা পেরেরা,
- এভিন লুইস,
- ওয়াকার সালমাখায়েল,
- আমির ইয়ামিন।
