২৮ নম্ভেবার ২০১৮ (রবিবার) রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট। এবারের আসরে অংশ নেওয়া সাতটি দল তাদের পছন্দ অনুযায়ী দল গঠন করছে। এদিন মোট আটটি সেটে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। যেখানে পাঁচটি সেট দেশি ক্রিকেটারদের জন্য। আর বাকি তিনটি বিদেশি ক্রিকেটারদের জন্য।

রাজশাহী কিংসের প্লেয়ার তালিকা :

  1. মুমিনুল হক,
  2. মেহেদী হাসান মিরাজ,
  3. মুস্তাফিজুর রহমান,
  4. জাকির হাসান,
  5. কায়েস আহমেদ,
  6. ক্রিস্টিয়ান জনকার,
  7. সৌম্য সরকার,
  8. ফজলে মাহমুদ রাব্বী,
  9. আরাফাত সানী,
  10. আলাউদ্দিন বাবু,
  11. মার্শাল আইয়ুব,
  12. কামরুল ইসলাম রাব্বী,
  13. ইসরু উদানা,
  14. লায়োরি ইভান্স,
  15. রায়ান টেন ডয়েসকাট,
  16. শেকুগে প্রসন্ন, মোহাম্মদ সামি।