
২৮ নম্ভেবার ২০১৮ (রবিবার) রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট। এবারের আসরে অংশ নেওয়া সাতটি দল তাদের পছন্দ অনুযায়ী দল গঠন করছে। এদিন মোট আটটি সেটে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। যেখানে পাঁচটি সেট দেশি ক্রিকেটারদের জন্য। আর বাকি তিনটি বিদেশি ক্রিকেটারদের জন্য।
সিলেট সিক্সার্স প্লেয়ার তালিকা:
- নাসির হোসেন,
- সাব্বির রহমান,
- সোহেল তানভীর,
- লিটন কুমার দাস,
- ডেভিড ওয়ার্নার,
- সন্দ্বীপ লামিচানে,
- আফিফ হোসেন,
- তাসকিন আহমেদ,
- আল-আমিন হোসেন,
- তৌহিদ হৃদয়,
- নাবিল সামাদ,
- ইবাদত হোসেন,
- অলোক কাপালি,
- জাকের আলী মানিক,
- মেহেদী হাসান রানা,
- ফাবিয়ান আলেন,
- মোহাম্মদ ইরফান,
- গুলবাদিন নাইব,
- আন্দ্রে ফ্লেচার,
- প্যাট ব্রাউন,
- নিকোলাস পুরান।
