২৮ নম্ভেবার ২০১৮ (রবিবার) রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট। এবারের আসরে অংশ নেওয়া সাতটি দল তাদের পছন্দ অনুযায়ী দল গঠন করছে। এদিন মোট আটটি সেটে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। যেখানে পাঁচটি সেট দেশি ক্রিকেটারদের জন্য। আর বাকি তিনটি বিদেশি ক্রিকেটারদের জন্য।

রংপুর রাইডার্স প্লেয়ার তালিকা:

  1. মাশরাফি বিন মুর্তজা,
  2. নাজমুল ইসলাম অপু,
  3. মোহাম্মদ মিথুন,
  4. ক্রিস গেইল,
  5. এবি ডি ভিলিয়ার্স,
  6. অ্যালেক্স হেলস,
  7. শফিউল ইসলাম,
  8. সোহাগ গাজী,
  9. ফরহাদ রেজা,
  10. মেহেদী মারুফ,
  11. রবি বোপারা,
  12. রাইলি রুশো,
  13. নাহিদুল ইসলাম,
  14. নাদীফ চৌধুরী,
  15. আবুল হাসান রাজু,
  16. ফারদিন হোসেন অনি,
  17. রবি বোপারা,
  18. বেনি হাওয়েল,
  19. ওসানে থমাস।