আর কিছুদিন পরই পর্দা উঠবে বিপিএলের পঞ্চম আসরের । আর শেষ সময়ে এসে বিপিএল থেকে বাদ পড়তে হল বরিশাল বুলসকে । বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর শুরু হবে ২ নভেম্বর। তবে এর আগেই ফ্র্যাঞ্চাইজি দলগুলো নিজেদের দল গোছাতে শুরু করেছে।

তবে এ দিক থেকে ব্যতিক্রম ছিল বরিশাল বুলস। কোন খেলোয়াড়কেই তারা নিশ্চিত করেনি তারা।অবশেষে জানা গেল এবারের আসরে অংশগ্রহণ করতে পারছে না দলটি। আর্থিক অসঙ্গতির কারণে ও শর্ত লঙ্ঘন করায় পঞ্চম আসরে থাকছেনা তারা। ফলে সাত দল নিয়েই হবে এবারের বিপিএল। এমনটাই জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা।

তবে ‘আইকন’ হিসেবে মোস্তাফিজুর রহমান খেলবেন বরিশালের হয়ে, এটি নিশ্চিত হয়েছিল কদিন আগে।

যেহেতু দলই থাকছে না টুর্নামেন্টে, মোস্তাফিজের কী হবে? বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার বলেছেন, ‘মোস্তাফিজ আইকন হিসেবে থাকছে না। তবে তাকে প্লেয়ার ড্রাফটে তোলা যায় কি না, সেটা চিন্তাভাবনা করা হচ্ছে।’

বিপিএলে প্লেয়ার ড্রাফট ১৬ সেপ্টেম্বর, টুর্নামেন্ট শুরু হতে পারে ২ নভেম্বর।