এবারের বিপিএলে ড্রাফটে সবচেয়ে বেশি টাকা খরচ করছে কুমিল্লা ৬ কোটি ২২লাখ। আর অবাক হলেও সত্যি গত বিপিএলের সবচেয়ে বেশি টাকা খরচ করা ঢাকা এবার সবচেয়ে কম টাকা খরচ করছে মাএ ১কোটি ৭৭ লাখ।

দেখেনিন বাকিদের খরচের তালিকাঃ

  1. কুমিল্লাঃ দেশি ক্রিকেটার ১ কোটি ২৪ লাখ বিদেশি ক্রিকেটার ৪ কোটি ৯৮ লাখ টাকা মোট ৬ কোটি ২২ লাখ টাকা।
  2. খুলনাঃ দেশি ক্রিকেটার ৯৯ লাখ বিদেশি ক্রিকেটার ২ কোটি ৯৪ লাখ মোট ৩ কোটি ৯৬ লাখ।
  3. রংপুরঃ দেশি ক্রিকেটার ১ কোটি ১০ লাখ বিদেশি ক্রিকেটার ২ কোটি ৩২ লাখ মোট ৩ কোটি ৪২ লাখ।
  4. সিলেটঃ দেশি ক্রিকেটার ১ কোটি ১ লাখ বিদেশি ক্রিকেটার ২ কোটি ২৮ লাখ মোট ৩ কোটি ২৯ লাখ।
  5. চিটাগংঃ দেশি ক্রিকেটার ১ কোটি ৯৭ লাখ বিদেশি ক্রিকেটার ৯৯ লাখ মোট ২ কোটি ৯৬ লাখ।
  6. রাজশাহীঃ দেশি ক্রিকেটার ৯৭ লাখ বিদেশি ক্রিকেটার ১ কোটি ৫৭ লাখ মোট ২ কোটি ৫৪ লাখ।
  7. ঢাকাঃ দেশি ক্রিকেটার ১ কোটি ১১ লাখ বিদেশি ক্রিকেটার ৬৬ লাখ মোট ১ কোটি ৭৭ লাখ।