
গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত হয়ে গেলো বিপিএলের প্লেয়ার ড্রাফট। প্লেয়ার ড্রাফট থেকে নিযেদের পছন্দ মত দল ঘঠন করেছে সকল দল। দেশি প্লেয়ারের সাথে নিয়েছে বিদেশী প্লেয়ার। কোন দল নিয়েছে দামী প্লেয়ার কেউ কম দামী প্লেয়ার।
বিপিএলের এবারের আসরে সবচেয়ে দামী ১০ বিদেশি ক্রিকেটারঃ
- রবি বোপারা মূল্যঃ ৮৪ লাখ টাকা দলঃ রংপুর রাইডার্স।
- রাইলি রুশো মূল্যঃ ৮৪ লাখ টাকা দলঃ রংপুর রাইডার্স।
- ইয়াসির শাহ মূল্যঃ ৭৩ লাখ টাকা দলঃ খুলনা টাইটানস।
- মোহাম্মদ ইরফান মূল্যঃ ৭৩ লাখ টাকা দলঃ সিলেট সিক্সার্স।
- শহিদ আফ্রিদি মূল্য: এক কোটি ৭০ লাখ টাকা দল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
- এভিন লুইস মূল্যঃ এক কোটি ৭০ লাখ টাকা দলঃ কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
- বেনি হাওয়েল মূল্যঃ ৪২ লাখ টাকা দলঃ রংপুর রাইডার্স।
- ইয়ান বেল মূল্যঃ ৪২ লাখ টাকা দলঃ ঢাকা ডায়নামাইটস।
- থিসারা পেরেরা মূল্যঃ এক কোটি ২৫ লাখ টাকা দলঃ কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
- লাসিথ মালিঙ্গা মূল্যঃ এক কোটি ২৫ লাখ টাকা দলঃ খুলনা টাইটানস।
