
বিপিএলে ৬ বিধ্বংসী ব্যাটসম্যান, ৫ বোলার নিয়ে মাশরাফির দল! গতবার গেইল ম্যাককালামদের নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মাশরাফির দলটি।
এবারও দলে আছে গেইল, ছেড়ে দিয়েছে ম্যাককালামকে। তবে ম্যাককালামকে ছাড়লেও দলে এনেছে এ বি ডি ভিলিয়ার্সকে। দলে আরও আছে আলেক্বস হেলস, রবি বোপাড়া, রাইল রোশোর মত তারকারা।
পিছিয়ে নেই দেশীয়দের নিয়েও। মিঠুন, সোহাগ গাজী, মাশরাফি, ফরহাদ রেজার মত তারকারা আছেন এই দলে।
তবে চলুন একবার দেখেনেই কেমন হতে পারে রংপুর রাইডার্সের সেরা একাদশঃ
- গেইল,
- আলেক্স হেলস,
- মেহেদী মারুফ,
- মিঠুন,
- ভিলিয়ার্স,
- রবি বোপাড়া,
- ফরহাদ রেজা,
- মাশরাফি মর্তুজা,
- সোহাগ গাজী,
- আবুল হোসেন রাজু,
- নাজমুল অপু।
