চলতি মাসের ৫ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটের সব থেকে বড় আসর বিপিএল। বিপিএলের এবারের আসরের টিকেট বিক্রি শুরু হয়েছে আজ সকাল থেকে। এবারের টিকেটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা।

মিরপুর ইনডোর স্টেডিয়াম ও শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেটের পার্শ্ববর্তী বুথে মিলছে ঢাকার ম্যাচগুলোর প্রথম পর্বের টিকিট। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বুথে টিকিট বিক্রি হবে।

পূর্ব গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা, সাউদার্ন ও নর্দান গ্যালারির টিকিট মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। ভিআইপি গ্যালারিতে বসে খেলা দেখতে ৫০০ টাকা খরচ করতে হবে। আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের দাম ২০০০ টাকা।

আগ্রহী দর্শক’রা চাইলে সহজ ডটকম থেকেও সংগ্রহ করতে পারবেন বিপিএলের টিকেট।

এলিমিনেটর ও ফাইনাল ম্যাচের টিকিটের মূল্য এবং বিক্রির দিনক্ষণ পরে জানানো হবে বলে জানানো হয়েছে।