
চলতি মাসের ৫ তারিখ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। গত আসর বাংলাদেশে শুধুমাত্র গাজী টিভিতে (জিটিভি) সম্প্রচার হলেও এবারের আসরে বিসিবি যুক্ত করেছে মাছরাঙ্গা টিভিকে।
এক নজরে যেসব চ্যানেলে দেখা যাবে বিপিএল ২০১৯:
- বাংলাদেশ – জিটিভি, মাছরাঙ্গা।
- আফগানিস্তান – লেমার টিভি।
- ক্যারিবীয়ান দেশসমূহ – ফ্লো টিভি।
- মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা – ক্রিক ইন জিপ।
- পাকিস্তান – জিও সুপার।
- দক্ষিণ আফ্রিকা ও আফ্রিকা মহাদেশ – স্টার টাইম।
- দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, রাশিয়া – টিকন সিস্টেম লি:।
- দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে – স্পোর্টস ফিক্স।
- যুক্তরাজ্য – ফ্রি স্পোর্টস, স্টার গোল্ড, হট-স্টার।
- যুক্তরাষ্ট্র ও কানাডা – উইলো, হট-স্টার।
