
বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় আসর (বিপিএল)। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবারের বিপিএল এর পঞ্চম আসর শুরু হতে যাচ্ছে আগামী ২ই নভেম্বর। এবারের বিপিএলের গ্রাউন্ড সত্বের দায়িত্ব নিয়েছেন ঢাকা কমিউনিকেশন। এবার তারাই বিপিএলে যোগ করছে নতুন প্রযুক্তি। আর সেই জন্যেই এবারের বিপিএলে যোগ হচ্ছে ডিজিটাল প্যারামিটার।
প্যারামিটার হচ্ছে মাঠের বাউন্ডারির ডিজিটাল ব্যানার। যেখানে প্রকাশিত হয় বিজ্ঞাপনগুলো। আর এই প্যারামিটার দিয়েই পরিবর্তন হবে মাঠের রং । একেকবার একেক ধরনের বিজ্ঞাপনে মাঠের রং একেক রকমের কালারে দেখা যাবে।
এ বিষয়ে কে-স্পোর্টের পরিচালক আশফাক আহমেদ এ বিষয়ে বলেন, ‘এটা আত্যাধুনিক মডেল হতে যাচ্ছে। এর ব্যবহারের ফলে মাঠের সৌন্দর্য বাড়ার পাশাপাশি মাঠটিকে আন্তর্জাতিকমানের উন্নত মাঠের মতো দেখাবে।
উল্লেখ্য যে, এর আগে দেশের মাটিতে এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড টি-টুয়েন্টিতে এই প্যারামিটার দেখা গেছে। তবে বিপিএলে প্যারামিটার এই প্রথম।
