
৫ তারিখ থেকে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। আর বিপিএলের প্রথম দিনেই শুরু হয়েছে নানা রকমের বিতর্ক। একের পর এক ভুল করেছে বিপিএলের প্রচারে। তবে তার ভিতরে রয়েছে এবারের আসরের প্রথম কিছু কাজ।
দেখেনিন যা কিছু এবারের বিপিএলে প্রথমঃ
- প্রথম কয়েন নিক্ষেপ- মাশরাফি।
- প্রথম টসে জয়ী অধিনায়ক- মুশফিক।
- প্রথম ব্যাট করা দল- রংপুর।
- প্রথম বল মোকাবেলা করেন- মেহেদী মারুফ।
- প্রথম বল করেন- রাহী।
- প্রথম স্কোরিং রান করেন- মেহেদী মারুফ।
- প্রথম ওয়াইড করেন- রাহী।
- প্রথম চার মারেন- রুশো।
- প্রথম ছয় মারেন- রবি বোপারা।
- প্রথম আউট হন- এলেক্স হেলস।
- প্রথম উইকেট পান- ফ্রাইলিংক।
- প্রথম গোল্ডেন ডাক- এলেক্স হেলস।
- প্রথম ডাক- মিথুন।
- প্রথম জয়লাভ করেন- চিটাগং ভাইকিংস।
- প্রথম পরাজিত দল- রংপুর রাইডার্স।
- প্রথম ফিফটি- হাযরাতুল্লাহ জাজাই।
