চলতি বসরের ২ নভেম্বার শুরু হতে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। তবে কিছু দিন আগে শুনা গেছে বিপিএল থেকে বাদ পরেছে বরিশাল বুলস।

বিসিবির প্রস্তাবিত আর্থিক শর্ত পূরণ করতে না পারার ব্যর্থতায় বরিশাল বুলসকে বিপিএল ২০১৭ বাদ থেকে বাদ হেওয়া হয়। অবশেষে সব শর্ত মেনে আর্থিক নিশ্চয়তা দিতে রাজী হয়েছে দলটি!

এখন আনুষ্ঠানিক ভাবে বিপিএল গভর্নিং বডি সিদ্ধান্ত প্রদান করলেই বিপিএলে খেলতে আর কোন বাধা থাকবে না। বরিশাল ফেরায় মুস্তাফিজই থাকবেন দলটির আইকন হিসেবে এবং যে সব ক্রিকেটারদের বিপিএলে খেলায় অনিশ্চয়তা তৈরী হয়েছিল তা দূর হচ্ছে!