
অস্ট্রেলিয়া সফরে স্কোয়াডে থাকা সত্ত্বেও চোখের সমস্যার কারণে ঐ সিরিজে খেলতে পারেননি। আবার দীর্ঘ নয় বছর পর দক্ষিণ অাফ্রিকার বিরুদ্ধে অনুষ্ঠিতব্য ৩ টি ওয়ানডে ও ২ টি-২০ ম্যাচেও খেলা হচ্ছে না অভিষেক থেকে দারুণ ফর্মে থাকা তরুণ প্রতিভাবান ক্রিকেটার মোসাদ্দেক হোসেনের।

আর থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে আসার পর বিসিবির চিকিৎসক মনিরুল আমিন বলেন,”দেশে ১ টি ও থাইল্যান্ডে ২ টি সহ মোট ৩ টি অস্ত্রপচারের পর নিবিড় পর্যবেক্ষণে আছে সে। আশা করি সে সামনের ১০ দিনে সেরে ওঠবে। যদি সেরে ওঠে ভালো,কিন্তু যদি সেরে না ওঠে, তাহলে তাকে সামনের বিপিএল মিস করতে হতে পারে”।
