
সম্প্রতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের শিরোপা জয়ী কোচ মাহেলা জয়াবর্ধনে এবার বিপিএলেও থাকবেন কোচের ভুমিকায়। খুলনা টাইটান্সের দলের দায়িত্বে থাকবেন মাহেলা।
এদিকে বুধবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে খুলনা টাইটানসের নতুন কোচ মাহেলা জয়াবর্ধনেকে তুলে ধরে খুলনা ফ্র্যাঞ্চাইজি। আগের আসরে ঢাকার হয়ে খেলেছিলেন জয়াবর্ধনে আর এবার থাকবেন কোচ।
তবে নতুন ভূমিকায় চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন এই শ্রীলংকান, “ধন্যবাদ আমাকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার জন্য। বাংলাদেশে বহুবার এসেছি। এখানে সুখস্মৃতি আছে। আশা করি বিপিএলে এবার বেশকিছু সুখস্মৃতি নিয়েই শেষ করতে পারবো।
আমি গতবারেও এখানে খেলেছি। এখানে অনেক প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট হয়। গতবার ক্রিকেটার হিসেবে খেললেও এবার কোচ হিসেবে খেলবো। আর রিয়াদ অসাধারণ একজন অধিনায়ক। তার নেতৃত্বে খুলনা ভালো কিছু করে দেখাবে।
আমি সেই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।” এইসময় উপস্থিত ছিলেন ফ্র্যাঞ্চাইজির পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ, টিম ম্যানেজার নাফীস ইকবাল ও উপদেষ্টা হাবিবুল বাশার সুমন, দলের আইকন ক্রিকেটার মাহমুদ উল্লাহ রিয়াদ।
জয়াবর্ধনেকে কোচ হিসেবে উচ্ছ্বসিত দলের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ। তিনি বলেন, “গত বছরের অভিজ্ঞতায় আমরা বুঝতে পেরেছি আসন্ন বিপিএলে কীভাবে কাজ করতে হবে। সেই ধারাবাহিকতায় আমরা মাহেলা জয়াবর্ধনে, হাবিবুল বাশার ও টিম ম্যানেজমেন্ট-এর সঙ্গে কথা বলেই দল সাজাচ্ছি। তার ধারাবাহিকতায় বিদেশি কিছু খেলোয়াড় আমরা দলে নিয়েছি।”
