প্রথম ম্যাচে টসে করতে দেরি করতে আসায় অধিনায়ক নাসির হোসেন ও ম্যানেজার হাসিবুল হোসেন শান্তকে সতর্ক করেছিল বিসিবি।দ্বিতীয় ম্যাচে আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণ করায় ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা গুনেছেন সাব্বির রহমান। তৃতীয় ম্যাচেও তার ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

এবার শুধু সাব্বির একা নন, পুরো সিলেট সিক্সার্স দলকে জরিমানা করা হয়েছে।তৃতীয় ম্যাচে স্লো ওভাররেটের কারণে জরিমানা করা হয়েছে সিলেট সিক্সার্সকে। অধিনায়ক নাসির হোসেনকে ম্যাচ ফির ৪০ শতাংশ এবং বাকিদের জরিমানা করা হয়েছে ২০ শতাংশ।মঙ্গলবার বোলিং ইনিংস শেষ করতে ১২১ মিনিট সময় নিয়েছিল সিলেট।

নির্ধারিত সময়ে ২ ওভার ঘাটতি থাকায় জরিমানা করা হয়েছে সিলেট সিক্সার্সকে।সিলেটে রাতের প্রতিটি ম্যাচই শেষ হচ্ছে দেরি করে। মাঠে শিশিরের কারণে প্রতিটি বল করার আগেই সময় নিচ্ছেন বোলাররা।

শিশিরের কথা মাথায় রেখে ঢাকা-পর্ব থেকে এক ঘন্টা এগিয়ে নেওয়া হয়েছে বিপিএলের ম্যাচের সূচি। ঢাকায় দিনের ম্যাচ শুরু হবে দুপুর ১টায়, দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৬টায়।