বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লীগ) বর্তমান চ্যাম্পিয়ন দল ঢাকা ডায়নামাইটস এবারের আসরে নিজেদের সেরাটা দিতে গতবারের মতো এবারো বিশ্বসেরা অনেক তারকাকে দলে টেনেছে জনপ্রিয় দলটি।এবারো দলটির আইকন হিসেবে থাকছেন বাংলাদেশ জাতীয় দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

  • এর কারন সাকিবের হাত ধরে গতবারও চ্যাম্পিয়ন হয়েছে দলটি। এছাড়া দেশি খেলোয়াড়দের মধ্যে থাকবেন রংপুরের ছেলে নাসির হোসেন। যদিও নাসিরকে দলে পেতে মরিয়া হয়ে পরেছে রংপুর।

 

কিন্তু ঢাকা ডায়নামাইটসের মালিক পক্ষের বক্তব্য অনুসারে বুঝা গেল নাসিরকে কিছুতেই ছাড়ছেন না তারা। এছাড়া মোসাদ্দেক হোসেন ও শহীদ হোসেন রিটেনশনে থাকছেন।

 

বিদেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন, কুমারা সাঙ্গাকারা, শেন ওয়াটসন, সুনিল নারিন, শহীদ আফ্রিদি, এভিন লুইস, এসলে গুনারত্নে, মোঃ আমির, নিরশান ডিকওয়ালা, রসফোর্ড বেটন, রেভমন পাওয়েল।