বিপিএলের ৫ম আসলে খুলনাও রুখতে পারলো না ঢাকা ডাইনামাইটসকে। ঢাকা টসে জিতে ব্যাটিং করতে পাঠায় খুলনা টাইটান্সকে। খুলনার হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেন ব্র‍্যাথওয়েট করেন ২৯ বল খরচ করে ৬৪, রাইলি রুশো ৩০ বলে করেন ৩৪ রান। খুকনার সগ্রহ ২০ ওভারে ১৫৬ – ৫।

অপরদিকে ঢাকা ১৫৭ রানের টার্গেটে মাঠে নেমেই শুরুতেই হুচট খায় আফ্রিদি, নারাইন,কেভিন লুইস কে হারিয়ে ৮.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪১ রান সংগ্রহ করে। পরে হার ধর্ন পোলার্ড ও জহিরুল ইসলাম, তারা দুজন মিলে রান দার করায় ১১৪ পর্যন্ত, এরপর পোলার্ড আউট হন ২৪ বলে ৫৫ রান করে ৬ টি ছয় ও ৩ টি চারের সাহায্যে।

পরে মোসাদ্দেককে সঙ্গে নিয়ে ১ বল বাকি থাকতে খুলনার বিপক্ষে জয়লাভ করেন ঢাকা ডাইনামাইটস।