আবার সেই এল ক্লাসিকো স্পানিশ সুপার কাপে আজ রাত ২ টায় মুখোমুখি হবে দুই পরাশক্তি  রিয়াল মাদ্রিদ এবং বার্সালোনা ।  ফুটবলাঙ্গনে এই দুই পরাশক্তির লড়াই মর্যাদর এল ক্লাসিকো হিসেবে পরিচিত ।

মর্যাদার এই লড়াইয়ের আগে চলুন দেখে আসি দুই দলের মোট পরিসংখ্যান । এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ এবং বার্সালোনা একে অন্যের মুখোমুখি হয়েছে ২৩৩ বার ।  এর মধ্যে রিয়াল  ৯৩ টি এবং বার্সা জিতেছে ৯১টি ম্যাচে ।

৪৯ টি ম্যাচে ড্র হয়েছে ।   এই ম্যাচগুলোতে গোল সংখ্যায়ও এগিয়ে আছে রিয়াল । রিয়ালের গোল ৩৯৪টি ।  অন্যদিকে বার্সার গোলের পরিমান ৩৮০টি । স্পানিশ সুপার কাপে এই দুই দল মুখোমুখি হয়েছিল ১২ বার ।

তার মাঝে রিয়াল ৬টি এবং বার্সালোনা ৪টি ম্যাচে জয়লাভ করে ।  বাকি ২টি ম্যাচ ড্র হয় । রিয়াল বার্সার খেলায় পরিসংখ্যানে কেও কান না দিলেও মাঠে সবারই চোখ থাকে।