
সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত অস্ট্রেলীয় কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান মাত্র তিন ওভারেই ১০০ রান সংগ্রহ করেন। ঘটনাটা ১৯৩১ সালের ২ নভেম্বরের। সেদিন সিডনি থেকে ৬০ মাইল দূরে ব্লু মাউন্টেনস নামে একটি ছোট্ট শহরে ব্র্যাডম্যানের দল ব্ল্যাকহিথের প্রতিপক্ষ ছিল লিথগো। প্রথম ওভারেই ৩৮ রান নিয়ে নেওয়া ব্র্যাডম্যানের শতক করতে বেশিক্ষণ লাগেনি। সেই ম্যাচে অবশ্য ওভারের ব্যাপ্তি ছিল আট বল। ওই ওভারের চেহারাটা ছিল এমনÑ৬,৬,৪,২,৪,৪,৬,১! শেষ বলে এক রান নেওয়ায় স্ট্রাইক ধরে রেখেছিলেন ব্র্যাডম্যান।
পরের ওভারে কপাল পুড়েছিল হোরি বেকারের। সেই ওভারে ব্র্যাডম্যানের ব্যাটের তা-বে ৪০ রান (৬,৪,৪,৬,৬,৪,৬,৪) উঠেছিল। তার পরের ওভারে আবার বল করতে আসেন ব্ল্যাক। সেই ওভারে ব্ল্যাকহিথ পেয়েছিল ২৯ রান (১,৬,৬,১,১,৪,৪,৬)।
ওই তিন ওভারে ৩৩+৪০+২৯=১০২ রানের মধ্যে ১০০ রানই এসেছিল ব্র্যাডম্যানের ব্যাট থেকে। শেষ পর্যন্ত তিনি আউট হয়েছিলেন ২৫৬ রান করে, ২৯টি চার ও ১৪টি ছক্কায়!
