
আন্তর্জাতিক ক্রিকেট এর আর ফিরতে চান না ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।গতকাল টি১০ ক্রিকেট লীগ খেলার সময় সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা বলে এই অলরাউন্ডার।
ব্রাভো আরো বলেন আমি যখন ফিট ছিলাম তখন জাতীয় দলের বাহিরে রাখা হতো আমাকে,তাই এখন আমি আর চাই না জাতীয় দলে খেলতে।
যত দিন ক্রিকেট এর সাথে আছি বিভিন্ন লীগ খেলে দর্শকদের আনন্দ দিতে চাই।
