
কৌতিনহোকে নিয়ে সকল জল্পনাকল্পনা শেষ করলেন বার্সালোনা! নেইমার বার্সালোনা ছেরে পি এস জিতে চলে যাওয়ার পর ছন্দ হারায় কাতালানরা। এদিকে নেইমারো ফিরে পায় নতুন প্রান।
যেখানে নেইমার খেলে যাচ্ছে মাঠ জুরে, গোল করে যাচ্ছে এসিস্টও করাচ্ছে, এখানেই থেমে নেইমার দিন শেষে ম্যাচের র্যাটিং পয়েন্টো সবার থেকে বেশি নেইমারের।
অপরদিকে অবশেষে বার্সোলনার করা ১৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে লিভারপুল থেকে ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ান বয় ক্যাতিনহোকে বার্সায় আসার অনুমতি দিয়েছে লিভারপুল কর্তৃপক্ষ।
ফুটবল বিশ্বে যা ২য় ট্রান্সফার হিসাবে রেকর্ড করে লিভারপুল বার্সায় আসতেছে ক্যাতিনহো।
