
ব্রাজিলীয়ান শিবিরে হানা দিচ্ছে ইঞ্জুরি। তাই মার্সেলোর ইনজুরিতে এবার কপাল খুলতে যাচ্ছে অ্যালেক্স স্যান্দ্রোর। আর তাই মার্সেলোর বদলি খেলোয়ার হিসেবে জুভেন্টাস লেফট-ব্যাককে দলে ডেকেছেন ব্রাজিলি কোচ তিতে।
অক্টোবর মাসে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুটি ম্যাচে বলিভিয়া এবং চিলির বিপক্ষে ইনজুরির কারণে মাঠে নাও দেখা যেতে পারে মার্সেলোকে। সে জন্য ক্লাব রিয়াল মাদ্রিদ তারকার বদলি হিসেবে স্যান্দ্রোকে দলে নেয়ার ঘোষণা দেন ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন।
বাম পায়ের পেশিতে চোট পান মার্সেলো। আর তাই এ কারণে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের শেষ দুটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে পারছেন না তিনি।
বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুটি ম্যাচের প্রথমটিতে বলিভিয়ার লাপাজে আগামী ৫ অক্টোবর স্বাগতিকদের বিপক্ষে লড়বে ব্রাজিল। এরপর ১০ তারিখে ঘরের মাঠে চিলির বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
তবে এরই মধ্যে দক্ষিণ আমেরিকান অঞ্চল থেকে একমাত্র দল হিসেবে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর তাই শেষ দুটি ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা চালাতে পারেন তিতে।
