সত্যি বলতে টিটের স্কোয়াড দেখে অামি একটা কথাই বলবো.. সেলেসাওদের ষষ্ঠ বিশ্বকাপ ঘরে নিতে সব অস্ত্রই হাতের নাগালে রয়েছে .. অপেক্ষা কেবল সময় ও সুযোগমতো গর্জে ওঠা।

যেখানে ফিরমিনহো ও উলিয়ান ও কস্তাদের মতো প্লেয়ারা বসে থাকতে হতে পারে ডাগ আউটে.. যে সব প্লেয়ারা বিশ্বকাপে অন্য যে কোনো দলের জন্য “সম্পদ” হতে পারেন.. তারাই ব্রাজিলের মূল একাদশে সুযোগ পাওয়া নিয়ে সংশয় থাকে…

যদিও নেইমার টিমের সেরা প্লেয়ার.. তবে ২০১৪ মত এবার নেইমার নির্বয় দল নিয়ে রাশিয়া পথে হাটতে যাচ্ছেনা.. নেইমার ছাড়াও দলে কৌতি, ফিরমিনো, জেসুসদের মত প্লেয়ারা রয়েছে.. জাষ্ট অাগুন জলবে রাশিয়ার মাটিতে..

যদিও দানি আলভেসের জন্য খারাপটা একটু বেশিই লাগছে ভক্তদের কাছে তার ক্রস গুলো খুব মিস করবে । পাগলটাকে ছাড়া যেনো হেক্সা অপরিপূর্ণ থেকে যাবে। সময়ের সেরা দল নিয়েই রাশিয়া যাচ্ছে ব্রাজিল ।