
প্রিমিয়ার লিগেও দুর্দান্ত সময় কাটিয়েছেন ফিরমিনো । গোল করেছেন ১৫টি। অ্যাসিস্ট করেছেন ৭টি। ক্লপের ভাষায়, লিভারপুলের সবচেয়ে গুরুত্বপূর্ন খেলোয়ার ফিরমিনো। কিংবা বিশেষজ্ঞদের ভাষায়, প্রিমিয়ার লিগের সবচেয়ে কমপ্লিট ফরোয়ার্ড ফিরমিনো।
লিগে ফিরমিনোর তুলনায় কিছুটা পিছিয়ে জেসুস। ইনজুড়ি আক্রান্ত জেসুস এই মৌসুমে সব মিলিয়ে গোল করেছেন ১৯টি। অ্যাসিস্ট করেছেন ৩টি। তবে তারপরও জাতীয় দলের প্রধান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। আর কেন প্রধান ফরোয়ার্ড জেসুস সেটার ব্যাখ্যাও দিলেন কোচ টিটে।
তিনি বলেন, এটা সত্য যে ফিরমিনো জেসুসের থেকেও অনেক ভালো করেছে এই মৌসুমে। জেসুস ইনজুড়িতে ছিল। তবে সে জাতীয় দলের হয়ে অনেক অনেক ভালো করছে। তাই, এই মুহুর্তে সেই আমাদের নাম্বার নাইন।
