ইতিমধ্যে বিশ্বকাপ উপলক্ষে দল ঘোষণা করেছে ব্রাজিল। দলে ডাক পেয়েছে নতুন মুখ। দলটা ব্রাজিল বলেই তাদের জন্য জার্সি নম্বরটাও গুরুত্বপূর্ণ। ‘দশ নম্বর’ কিংবা ‘নয় নম্বর’ জার্সিটা যে কেউ গায়ে চাপাতে পারেন না। আর তাই ব্রাজিলের নাম্বার টেন, নাইন জার্সিগুলো কারা পরবেন তা ঠিক থাকলেও দেশটির ফুটবল কনফেডারেশন থেকে আনুষ্ঠানিকভাবে জার্সি নির্ধারণ করে দেওয়া হয়েছে।

দেখেনিন জার্সি নম্বরের ক্রম অনুযায়ী নামঃ 

১. আলিসন

২. থিয়াগো সিলভা

৩. মিরান্দা

৪. জেরোমেল

৫. কাসেমিরো

৬. ফিলিপে লুইস

৭. ডগলাস কস্তা

৮. রেনাতো আগুস্তো

৯. গ্যাবিয়েল জেসুস

১০. নেইমার

১১. কৌতিনহো

১২. মার্সেলো

১৩. মারকুইনস

১৪. দানিলো

১৫. পাউলিনহো

১৬. ক্যাসিও

১৭. ফার্নান্দিনহো

১৮. ফ্রেড

১৯. উইলিয়াম

২০. ফিরমিনো

২১. তাইসন

২২. ফাগনার

২৩. এদেরসন।