
বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি বিশ্বকাপ জয়ী দল ব্রাজিল। টানা দুইবার শিরোপা জয়ী দলটিও ব্রাজিল। ব্রাজিলের আছে অনেক অনেক মহা তারকা। আর সব মিলিয়ে ব্রাজিলের আছে রেকর্ডের পাহাড়।
আর এই পাহাড় পরিমান রেকর্ড সম্বলিত ব্রাজিলের এমন ৬ রেকর্ড আছে যা করতে পারেনি কেউই।
১. ইতিহাসে একমাত্র দল হিসেবে সবগুলো বিশ্বকাপে অংশ নেয়া একমাত্র দল ব্রাজিল।
২. বিশ্বকাপে ব্রাজিলের টানা সবচেয়ে বেশি জয় পাওয়ার রেকর্ডও আছে। তাদের জয় ১১টি। ২০০২ সালের সবগুলো ম্যাচে জয়ের পর ২০০৬ সালে হারের আগ পর্যন্ত ১১টি ম্যাচ জিতেছিল তারা। একই সাথে ব্রাজিল সবচেয়ে বেশি, টানা ১৩টি ম্যাচে অপরাজিত ছিল। ১৯৫৮ বিশ্বকাপ থেকে ১৯৬৬ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ পর্যন্ত।
৩. বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বেশি গোল ২২৮টি। এই তালিকায় সবচেয়ে বেশি ছিল জার্মানীর। ২২৬টি গোল তাদের। গত ম্যাচে মেক্সিকোর বিপক্ষে জোড়া গোল করে জার্মানীকে টপকে যায় ব্রাজিল।
৪. বিশ্বকাপে ব্রাজিল টানা ১৮টি ম্যাচে প্রতিপক্ষের জালে গোল দিয়েছে। এই সময়ে কমপক্ষে একটি গোল হলেও দিয়েছে তারা। ১৯৩৪, ৩৮, ৫০ ও ৫৪ সালের বিশ্বকাপে এই রেকর্ড গড়ে ব্রাজিল।
৫. বিশ্বকাপে ব্রাজিল সবচেয়ে বেশি ম্যাচ জয় লাভ করেছে। তাদের ম্যাচ জয়ের পরিমান ৭৩টি। দ্বিতীয় স্থানে থাকা জার্মানীও ৬টি ম্যাচ কম জিতেছে ব্রাজিলের থেকেও।
৬. সবচেয়ে বেশি বিশ্বকাপও জিতেছে ব্রাজিল। ৫ বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে তারা। দ্বিতীয় স্থানে থাকা জার্মানী ও ইতালি এই বিশ্বকাপে না থাকায় অন্তত আরো ৪ বছর তাদের এই রেকর্ডটি অক্ষত থাকবে। আর যদি হেক্সা সম্পন্ন করতে পারে তাহলে তো আরো দীর্ঘায়িত হবে সময়টি।
