
বেলজিয়ামের সাথে ২-১ গোলে পরাজিত হয়ে রাশিয়া বিশ্বকাপ শেষ করেছে ব্রাজিল। এখন চারটি ট্রুনামেন্টে নজর দিচ্ছে টিটের ছাত্ররা। সেই লক্ষ্যেই দল সাজাবে ব্রাজিল।
এতদিন কোচ নিয়ে গুনজন থাকলেও সেটাও কেটে গেছে। প্রফেসার টিটেই থাকছেন নেইমার, মার্সালোদের কোচ। এখন শুরু দল গোছানোর পালা। আগামী বছর (২০১৯ সালে) ব্রাজিলের মাঠিতে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা। এর পর ২০২০ সালে অনুষ্ঠিত হবে বিশেষ কোপা আমেরিকা।
২০২১ সালে অনুষ্ঠিত হবে কনফেডারেশন কাপ এবং ২০২২ সালে কাতার বিশ্বকাপ। তবে কোপা আমেরিকাতে চ্যাম্পিয়ন হলেই কেবল খেলা যাবে কনফেডারেশন কাপ। যদিও কনফেডারেশন কাপ হবে কিনা সেটি নিয়ে সন্দেহ আছে। কেননা, কনফেডারেশন কাপের পরিবর্তে নতুন একটি ট্রুনামেন্ট আয়জন করতে চায় ফিফা। যদিও এখনো কিছুই চুড়ান্ত হয়নি।
তবে ব্রাজিলের স্পোর্টস টিভি ২০১৯ সালের কোপা আমেরিকাতে ব্রাজিলের সম্ভাব্য একটি একাদশ তৈরি করেছে।
সেই একাদশে আছেনঃ
গোলকিপার: এডারসন।
ডিফেন্ডার: দানিলো, মার্কুইনহোস, থিয়াগো সিলভা, মার্সেলো।
মিডফিল্ডার: আর্থার, ক্যাসমিরো, কৌতিনহো।
ফরোয়ার্ড: ডগলাস কস্তা, নেইমার ও গ্যাব্রিয়েল জেসুস।
২০২২ কাতার বিশ্বকাপে ব্রাজিলের একাদশ কেমন হতে পারে তারও একটা ধারনা দিয়েছে স্পোর্টস টিভি। সেখানে ব্রাজিলের একাদশ হতে পারেঃ
গোলকিপঃ অ্যালিশন।
ডিফেন্ডার: অ্যারানা, জেমারশন, মার্কুইনহোস, দানিলো।
মিডফিল্ডার: আর্থার, ক্যাসমিরো, কৌতিনহো, পাকুয়েতা।
ফরোয়ার্ড: নেইমার ও জেসুস।
স্পোর্টস টিভি আরো জানিয়েছে যে, ব্রাজিলের এই দলের আর যারা থাকতে পারে, জেয়ান, মিলিতো, রাবেলো, গ্যাব্রিয়েল, আইরথন লুকাস, মাইকন, গুস্তাবু ব্লাঙ্কো, পাউলিনহো, ভিনিসিয়াস জুনিয়র, পেড্রো, রোদ্রিগো।
