
পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ান্স ব্রাজিল। ব্রাজিল কোন দলের সাথে খেলেছে অথচ জয়লাভ করেনি এমন দল খুজে পাওয়া কঠিন। তবে একটি দল আছে যেই দলের সাথে এখন জয়লাভ করতে পারেনি ব্রাজিল। সেই দলটি হচ্ছে নরওয়ে। ব্রাজিলের সাথে নরওয়ের ৪ বারের দেখায় ২ টাতে জয়লাভ করে ও ২ টাতে ড্র করে।
প্রথম দেখা হয় ২৮ জুলাই ১৯৮৮ একটি প্রিতি ম্যাচে। সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
এর ৯ বছর পর দ্বিতিয় বারের মত প্রিতি ম্যাচে দেখা হয় এই দুই দলের ৩০ মে ১৯৯৭। এই ম্যাচে নরওয়ের কাছে ৪-২ গোলে পরাজিত হয় ব্রাজিল।

তৃতীয় বার দেখা হয় ২৩ জুন ১৯৯৮ সালের বিশ্বকাপে। যেই বছর প্রথম বারের চ্যাম্পিয়ান্স হয় ফ্রান্স। সেই বিশ্বকাপে ২-১ গোলে পরাজিত হয় ব্রাজিল।

দুই দলের শেষ বার দেখা হয় ১৬ আগাস্ট্র ২০০৬ এক প্রিতি ম্যাচে। সেই ম্যাচ ১-১ গোলে ড্র হয়। এর পর আর কখন দুই দলের দেখা হয়নি।
