
রাশিয়া বিশ্বকাপ শেষ করে প্রথমবারের মত আবারও মাঠে নামছে ব্রাজিল। সেপ্টেম্বর মাসে দুটি প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্র ও এল সালভাদরের মুখোমুখি হবে নেইমার আলভেসরা।
বিশ্বকাপের মঞ্চে তুলনামূলক শক্তিশালী দল নিয়েও সুবিধে করতে পারেনি ব্রাজিল। তাইতো নিজেরদের ভুল গুলো সুধরাতে মরিয়া প্রফেসার টিটের ছাত্ররা। ইতিমধ্যে যুক্তরাট্র এবং সালভাদরের সাথে খেলার সূচি চুরান্ত করেছে ব্রাজিল।
আর তাই ৮ সেপ্টেম্বর ভোর ৫:৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এবং পরের ম্যাচটি একই মাসের ১২ তারিখ ভোর ৬:৩০ মিনিটে এল সালভাদরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।
দুই ম্যাচের জন্য আগামী ১৭ তারিখ দল ঘোষনা করবে টিটে। আর এই দলে দেখা যেতে পারে নতুন মুখ।
