চলতি বছরের ১৬ অক্টোবর আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তবে এর আগে ১২ অক্টোবর সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তবে আর্জেন্টিনার ম্যাচকে সামনে রেখে শক্তিশালী একাদশ ঘোষণা করেছে ব্রাজিল।

ব্রাজিলের স্কোয়াড:

গোলরক্ষক:

  1. আলিসন,
  2. এদারসন,
  3. ফেলিপে।

সেন্টার-ব্যাক:

  1. মার্কুইনহোস,
  2. মিরান্দা,
  3. পাবলো।

ফুল-ব্যাক:

  1. অ্যালেক্স সান্দ্রো,
  2. দানিলো,
  3. এদের মিলিতাও,
  4. ফ্যাবিনহো,
  5. মার্সেলো।

মিডফিল্ডার:

  1. আর্থার,
  2. কাসেমিরো,
  3. ফ্রেদ,
  4. ফিলিপ্পে কুতিনহো,
  5. রেনাতো অগাস্তো,
  6. ওয়ালেস।

ফরোয়ার্ড:

  1. এভারতন,
  2. রবার্তো ফিরমিনো,
  3. গ্যাব্রিয়েল জেসুস,
  4. ম্যালকম,
  5. নেইমার,
  6. রিচার্লসন।