
বিশ্বকাপে বেলজিয়ামের কাছে থমকে গেলেও থেমে নেই ব্রাজিল ফুটবল। কোপা আমেরিকাকে সামনে রেখে আবারও গা-ঝাড়া দিয়ে উঠেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপের পর দুটি প্রীতি ম্যাচ খেলে দুটিতেই রাজসিক জয় পেয়েছে সেলেসাওরা।
যুক্তরাষ্ট্রের মাঠে গিয়ে ২-০ গোলে জেতার পর এল সালভাদরকে ৫-০ গোালে উড়িয়ে দিয়েছে নেইমার বাহিনী। আরেকটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ নেইমারদের প্রতিপক্ষ সৌদি অারব। বাংলাদেশ সময় রাত ১২টায় আজ সৌদি আরবের মুখোমুখি হবে ব্রাজিল।
এশিয়ার দলটির বিপক্ষে খেলতে নামার আগে ব্রাজিলিয়ানদের সামনে ভিন্নরকম একটা চ্যালেঞ্জ।কদিন পর মুখোমুখি হবে ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল আর আর্জেন্টিনা। ওই ম্যাচের আগে আর্জেন্টিনা তাদের ক্ষমতার ভালো প্রদর্শনীই দেখিয়েছে। ইরাকের বিপক্ষে বৃহস্পতিবার রাতে ৪-০ তে জিতেছে মেসিহীন আর্জেন্টিনা।
তাহলে ব্রাজিলেরও তো দারুণ কিছু করে দেখানোর চ্যালেঞ্জ! সৌদি আরবকে বড় ব্যবধানে হারিয়ে ব্রাজিলও নিশ্চয় বার্তা দিতে চাইবে যে, মহরণে প্রস্তুত তারা।নেইমারদের জন্য কাজটা হয়তো খুব একটা কঠিন হবে না। কারণ ফিফা র্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা ব্রাজিল দলে আছে দুর্দান্ত কিছু ফুটবলার।
অধিনায়ক নেইমার তো রয়েছেনই দারুণ ফর্মে। সাথে ফিলিপে কুতিনহো, থিয়েগো সিলভা, উইলিয়ান, কাসেমিরোরাও আছেন।অপর দিকে নিজেদের সোনালি স্মৃতি ভুলতে বসা সৌদি আরব এখন র্যাঙ্কিংয়ের ৭১ নম্বরে। এখন পর্যন্ত সৌদি আরবের সঙ্গে চার ম্যাচ খেলে চারটিতেই জিতেছে ব্রাজিল।
ফিফা কনফেডারেনশন কাপে অারব দেশটিকে একবার ৮-২ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল। দেখা যাক, আর্জেন্টিনা ম্যাচে আগে আজ কতোটা দাপোট দেখাতে পারে নেইমারের দল।
