আজ রাতটি যেন হতে যাচ্ছে ফুটবলময় রাত কেনইবা হবে না আজ যে মাঠে নামবে লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা ।

চলুন দেখেনেওয়া যাক কোন দল কার বিপক্ষে মাঠে নামবেনঃ 

উয়েফা ন্যাশন কাপঃ 

উয়েফা ন্যাশন কাপে রাত  টায় কাজাখাস্তানের বিপক্ষে মাঠে নামবে অ্যান্ডোরা, খেলাটি সরাসরি দেখাবে সলি লিভ চ্যানেলে।

আর্মেনিয়া বনাম মেসিডোনিয়ার খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০ টায় এবং সরাসরি সম্প্রচার করবে সনি লিভ।

ফ্রান্স বনাম জার্মানীর হাইবোল্ডেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২;৪৫ মিনিটে এবং সরাসরি সম্প্রচার করবে সনি লিভ ও সনি টেন টু

আয়ারল্যান্ড বনাম ওয়ালেশের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২;৪৫ মিনিটে সরাসরি দেখা যাবে সনি লিভ চ্যানেলে ।

প্রীতি ম্যাচঃ

আজকের সবচেয়ে বেশি হাইবোল্ডেজ ম্যাচটি হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ । খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত  ১২;০০ টায় এবং খেলাটি সরাসলি সম্প্রচার করা হবে বেন স্পোর্টস ও স্পোর্টস টিভি তে ।

আজকের খেলায় রয়েছে আরো একটি চমক সেটা হচ্ছে বেলজিয়াম বনাম নেদারল্যান্ড এর মধকার খেলাটি । ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২;৪৫ মিনিটে এবং সরাসরি খেলাটি  দেখা যাবে সনি টেন ১ চ্যানেলে ।