চলছে চ্যাম্পিয়নস লিগ ২০১৮-১৯ এর আসর। আর এই আসরে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন ব্রাজিলিয়ান তারকারা। চলতি মৌসুমে সবচেয়ে বেশি গোল করেছেন ব্রাজিল তারকারা। বিভিন্ন দলের হয়ে এই পর্যন্ত ব্রাজিলিয়ান তারকাদের গোল সংখ্যা ২৯টি।

সবচেয়ে বেশি চার গোল করেছেন পিএসজি তারকা নেইমার। তিন গোল করে দুই নম্বরে আছেন ম্যানসিটি তারকা গ্যাব্রিয়েল জেসুস।

দুটি করে গোল করেছেন- ইসমাইলি, মোরায়েস, তাইসন, ওটাভিও, ফিরমিনো, ওয়েসলি। একটি করে গোল করেছেন- কৌতিনহো, মার্সেলো, জুয়েলিংটন, ক্যাসমিরো, লুকাস মউরা, মিলিতো, মাইকন, রাফিনহা, জোনাস, ম্যালকম।