
আজ মাঠে নামবে ৫’বারের ওয়ার্ল্ড কাপ জয়ী বনাম ৪’বারের ওয়ার্ল্ড কাপ জয়ী, খেলাটি দেখার জন্য অপেক্ষায় আছে কোটি ভক্ত।
মাত্র ৭৯ দিন পরেই শুরু হচ্ছে ২০১৮ সালের রাশিয়ার বিশ্বকাপ আসর। গ্রেটেস্ট শো অন দ্য আর্থ উপলক্ষ্যে সব দল গুলোয় নিজেদের ডেলে সাজানোর চেষ্টায় ব্যস্ত। তাই তাদের নিজেদেরকে ভালোভাবে ঝালিয়ে নিতে শুরু হয়েছে প্রস্তুতি ম্যাচ।
যেখানে আজ মাঠে নামনে আর্জেন্টিনা ও স্পেন অপ্ররদিকে মাঠে নামনে ব্রাজিল ও জার্মানি। যদিও মেসির দল আর্জেন্টিনা আজ মাঠে নামবে তবুও সবার দৃষ্টি থাকবে জার্মানি ও ব্রাজিলের দিকেই। কেননা তারাই যে আছে সমানে সমানে, খেলাটি শুরু হহবে ররাত ১২:৪৫ মিনিটে সরাসরি সম্প্রচার করবে সনি টেন ২।
