
আজ বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হওয়া ম্যাচের ১৭ মিনিটে জানেরাত্তার গোলে প্রথম এগিয়ে যায় ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধটিও শেষ হয় এই ব্যবধানেই। ম্যাচের দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে দুর্দান্ত এক ফ্রিকিক গোলে সমতায় ফিরে আর্জেন্টিনা।
এরপর আবারো ব্রাজিল শো। আর্জেন্টিনার গোলের ২ মিনিট পরই পেনাল্টি পায় ব্রাজিল। ব্রাজিলের এক তারকাকে বাধা দিতে এগিয়ে এসে ফাউল করেন আর্জেন্টিনা গোলরক্ষক।
ফলে পেনাল্টি পায় ব্রাজিল। আর পেনাল্টি থেকে লিড এনে দেন ব্রাজিলিয়ান তারকা ক্রিশ্চিয়ান কোলোকা।দুই গোলে এগিয়ে যাওয়ার পর আক্রমনের ধার আরো বাড়ায় ব্রাজিল।
আর সেই ফলটা আসে ম্যাচের যোগ করা সময়ে। ডেবিনহার অ্যামপ্লিয়ার গোলে শেষ পর্যন্ত ৩-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল মহিলা দল।
