
রাশিয়া বিশ্বকাপ শুরু হতে বাকি আর প্রায় এক মাস। এর মধ্যেই ধাক্কা খেল ব্রাজিল। ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন দলটির অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার দানি আলভেজ। সম্প্রতি ব্রাজিল দলের কোচ তিতে বিশ্বকাপের জন্য প্রাথমিকভাবে যে ১৫ জন খেলোয়াড়ের নামের তালিকা প্রকাশ করেছিলেন তার মধ্যে ছিলেন দানি আলভেজ।
গত মঙ্গলবার ফ্রেঞ্চ কাপের ফাইনাল ম্যাচে ডান হাঁটুতে ব্যথা পান পিএসজি তারকা দানি আলভেজ। শুক্রবার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন নিশ্চিত করেছে যে, বিশ্বকাপের আগে দানি আলভেজ ইনজুরি থেকে সেরে উঠতে পারবেন না।
প্রায় এক দশকেরও বেশি সময় ধরে ব্রাজিল জাতীয় দলের হয়ে ফুটবল খেলছেন দানি আলভেজ। দলে তিনি একজন নির্ভরযোগ্য ডিফেন্ডার। কিছুদিন আগে ইনজুরিতে পড়েন ব্রাজিলের আরেক তারকা নেইমার। তবে, তিনি বিশ্বকাপে খেলতে পারবেন বলে আশা করা হচ্ছে।
