
গেল বিশ্বকাপ বাছাই পর্বে সবার আগেই বিশ্বকাপে যায়গা করে নিয়েছিলো টিটের শিষ্যরা। পুরো খেলা জোরেই ছিলো নেইমারের রাজত্ব। হয়েছেন সবচেয়ে বেশি ম্যাচ সেরা ৭ বার।
আগামী ফেরেন্টলি দুই ম্যাচের জন্য ব্রাজিল দলের স্কোয়াড ঘোষনা করলেন ব্রাজিল কোচ টিটে
গোলকিপারঃ এলিসন, এডারসন, ক্যাসিও
ডিফেন্ডারঃ থিয়াগো সিলভা, মার্কুইনহোস, মিরান্ডা, জেমারসন, ড্যানি আলভেজ, ড্যানিলো, মার্সেলো, এ্যালেক্স সান্দ্রো
মিডফিল্ডারঃ ক্যাসেমিরো, ফার্নানদিনহো, ফিলিপ কৌটিনহো, উইলিয়ান, গুইলিয়ানো, রেনাতো আগুস্তো, পাউলিনহো, দিয়েগো রিবাস
ফরোয়ার্ডঃ ডগলাস কস্টা, দিয়েগো সৌজা, রবার্তো ফিরমিনো, নেইমার, গ্যাব্রিয়েল জেসুস, টাইসন
