
চলতি বছরের ১৬ নভেম্বর উরুগুরুয়ের বিপক্ষে প্রিতি ম্যাচ খেলবে ব্রাজিল। ১০ অক্টোবর ব্রাজিলের ফুটবল ফেডারেশনের এক তথ্য থেকে জানায়, আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে ১৬ নভেম্বর হবে ম্যাচটি। চলতি বছরের নভেম্বরে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে। তবে এই বছরেত শেষ ম্যাচটির প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি।
আগামী বছর ব্রাজিলে হতে যাওয়া কোপা আমেরিকাকে সামনে নিয়ে প্রস্তুত হচ্ছে ব্রাজিল ও উরুগুয়ে। জুনে হবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের সবচেয়ে বড় এই ফুটবল আসর।
উরুগুয়ের বিপক্ষে প্রিতি ম্যাচ খেলার প্রসঙ্গে ব্রাজিল দলের এক কর্মকর্তা জানান, কোপা আমেরিকার আগে কঠিন প্রতিপক্ষগুলোর সঙ্গে খেলার চেষ্টা থেকেই এই সিদ্ধান্ত হয়েছে।
