
ব্রাজিল বনাম ইংল্যান্ডের মধ্যকার ফুটবল ম্যাচটি যদিও সবদিক দিয়ে ব্রাজিলের পক্ষে ছিলো তবুও ইংল্যান্ডের ৫ ডিফেন্স ভাংতে পারলোনা নেইমার, কৌতিনহোরা। ৯০ মিনিট শেষে ৩ মিনিট বাড়ানোর পরের ম্যাচের ফলাফল দারায় গোল শুন্যে ড্র।
এই ম্যাচে ব্রাজিল গোলপোস্ট শর্ট করে ১৩ টি ও ইংল্যান্ড শর্ট করে ৪ টি, হলুদ কার্ড ১টি করে পায় দুই দলই, কিন্তু ব্রাজিল অফসাট করে ৫ টি যেটি করেনা ইংল্যান্ড। ম্যাচে বল ব্রাজিলিয়ানদের অধিনে ছিলো ৬৬% ও ইংল্যান্ডের অধিনে ছিলো ৩৪%। শেষ পর্যন্ত ফলাফল হয় গোল শুন্যে ড্র।
উল্লেখ্য : ব্রাজিল ও ইংল্যান্ড দুই দলি খেলেছে অসাধারণ,
