
লঙ্কানদের বিপক্ষে সমান দুই ম্যাচ সিরিজের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের জন্য নির্ধারণ করা হয়েছে টিকিটের দাম।
টেস্ট সিরিজের জন্য দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ঢাকা ও সিলেটে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। ঢাকা পর্ব ও সিলেট পর্বের জন্য ভিন্ন-ভিন্ন টিকিট মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজের প্রথম টি-টোয়েন্টির জন্য সর্বনিম্ন ১০০ টাকা ও সর্বোচ্চ ২০০০ টাকা নির্ধারণ করা হয়েছে টিকিটের দাম। অন্যদিকে সিলেটের সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টি ম্যাচের জন্য সর্বনিম্ন ১০০ ও সর্বোচ্চ ১০০০ টাকা নির্ধারণ করেছে বিসিবি।
প্রসঙ্গত লঙ্কানদের বিপক্ষে সাদা পোশাকে ৩১ জানুয়ারি প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। চট্টগ্রামের এ লড়াইয়ের পর ঢাকা ফিরে ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দু’দলের মধ্যকার সিরিজ নির্ধারণী টেস্ট ম্যাচ। এরপর ১৫ ফেব্রুয়ারি ঢাকা প্রথম টি-টোয়েন্টি ও ১৮ ফেব্রুয়ারি সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দু’দল।
