চোটের কারনে  দক্ষিণ আফ্রিকা সফর থেকে আগেই দেশে ফিরেছিলেন তামিম। বিপিএলের শুরুটায় বাইরে ছিলেন সেই চোটের কারণেই। খেলতে পারেননি তিনটি ম্যাচ।

ফিরছেন কুমিল্লার চতুর্থ ম্যাচ দিয়ে।  দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে বলেছিলেন, ন্যূনতম ঝুঁকি নিয়েও বিপিএল খেলবেন না, যেহেতু সামনেই জাতীয় দলের অনেক ম্যাচ আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই ওপেনার জানালেন, পুরোপুরি ফিট হয়েই তিনি মানছেন মাঠে।“এখন আর কোনো সমস্যা নেই, পুরো ফিট। চাইলে আগের ম্যাচটিও খেলতে পারতাম।

কিন্তু যেহেতু সামান্য ঝুঁকিও নিতে চাইনি, তাই খেলিনি। আরেকটু সময় নিয়েছি। জাতীয় দলের ফিজিওর সঙ্গে নিয়মিত যোগাযোগ হয়েছে। তার পরামর্শমতোই সব করেছি। তার কাছ থেকে সবুজ সঙ্কেত পেয়েই নামছি।”