
ম্যাচ পাতানোর দায়ে জুভেন্টাসকে যখন দ্বিতীয় বিভাগে আনা হয় তখনও জিয়ানলুইজি বুফন ক্লাব ছেড়ে যাননি অন্য ক্লাবে। দলের অন্য সব খেলোয়াড়রা জুভেন্টাসকে ছেড়ে অন্য দলে যোগ দেয়। কিন্তু বুফন ছিলেন অবিচল। ক্লাবকে টেনে প্রথম বিভাবে নিয়ে গেছেন তিনি। টানা সাতবছর ধরে চ্যাম্পিয়ন করেছেন জুভেন্টাসকে। তার সর্বোচ্চ সেরাটাই দিয়েছেন জুভেন্টাসকে। সেই বুফনই কিনা জুভেন্টাস ছাড়ছেন!
তবে অবসরের ব্যাপারে কিছু জানা জায়নি। তাই এই সুযোগটাই নিয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন(পিএসজি) । ক্লাবের এক ঘনিষ্ঠ সূত্রের মতে, বুফনকে দুই বছরের জন্য চুক্তির প্রস্তাব দিয়েছে তারা। সেই সঙ্গে অবসরের চিন্তা থাকলেও বুফন সরে দাড়াবেন বলে বিশ্বাস তাদের।
অপরদকে, বুফনের এজেন্ট সিলভানো মার্টিনা আকর্ষণীয় কয়েকটি প্রস্তাবের কথা নিশ্চিত করেছেন। তবে এখনই বুফন এসব নিয়ে কথা বলতে চান না।
মার্টিনো বলেন, ‘বিভিন্ন ক্লাব বুফনের জন্য নানা রকম প্রস্তাব দিচ্ছে। গিগি এসব (কোন ক্লাব) নিয়ে কথা বলতে চান না। আশা করি আগামী ১০ দিনের মধ্যে কিছু একটা বলা যাবে।’
