২০১৮ রাশিয়া বিশ্বকাপের এখনও প্রায় ৭ মাস সময় বাকি।  তারই অংশ হিসেবে একের পর এক প্রীতি ম্যাচ খেলছে ব্রাজিল, আর্জেন্টিনা সহ অনেক দল। দিন আগে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হয়েছিল এশিয়া অঞ্চলের ফুটবল পরাশক্তি জাপানের।

সে ম্যাচে জামানকে ৩-১ গোলে হারিয়েছে নেইমাররা। আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে তিতের শিষ্যরা। লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে আজ মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচটি।

খেলাটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন ওয়ান ও সনি টেন এইচডি ওয়ান।২০১৮ ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয়াকে দুই দিন আগে ১-০ গোলে হারিয়েছিল মেসির আর্জেন্টিনা। আজ হোর্হে সাম্পাওলির দলের প্রতিপক্ষ নাইজেরিয়া।

আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় নাইজেরিয়ার মুখোমুখি হবে মেসিবিহীন আর্জেন্টিনা। খেলাটি সরাসরি সম্প্রচার করবে বেইন স্পোর্টস নামে একটি টেলিভিশন ও তাদের ফেসবুক পেজে।

চলুন দেখেনি ব্রাজিল ও আর্জেন্টিনার হয়ে আজ যারা খেলবেন…

ব্রাজিল স্কোয়াড:

গোলরক্ষক: এ্যালিসন, কাসিও, এডারসন। ডিফেন্ডার: এলেক্স সানড্রো, মার্সেলো, ডানি আলভেস, ডানিলো, জেমারসন, মারকুইনহোস, মিরান্ডা, থিয়াগো সিলভা।

মিডফিল্ডার: কাসেমিরো, দিয়েগো, ফার্নানদিনহো, গুলিআনো, পলিনহো, কুতিনহো, রেনাটো অগাস্টো ও উইলিয়ান।

ফরোয়ার্ড: দিয়েগো সুজা, দুঙ্গাস কোস্টা, রবার্তো ফারমিনহো, গ্যাব্রিয়েল জেসাস, নেইমার ও তাসিনো।

আর্জেন্টিনা স্কোয়াড:

গোলরক্ষক: নাহুয়েল গুসমান, সার্জিও রোমেরো, আগুস্তিন মার্চেসিন।

ডিফেন্ডার: ফেদেরিকো ফাসিও, গাব্রিয়েল মের্কাদো, হাভিয়ের মাসচেরানো, নিকোলাস ওতামেন্দি, এমানুয়েল মামানা, হেরমান পেস্সেইয়া।

মিডফিল্ডার: এভার বানেগা, লু্কাস বিগলিয়া, অ্যাঙ্গেল ডি মারিয়া, লিয়েন্দ্রো পারেদেস, মার্কোস আকুনিয়া, এদুয়ার্দো সালভিও, এমিলিয়ানো রিগোনি, আলেহান্দ্রো গোমেস।

ফরোয়ার্ড: সের্হিও আগুয়েরো, পাওলো দিবালা, মাউরো ইকার্দি ।