লজ্জার একটি দিন বাংলাদেশের ক্রিকেটের জন্য। ইনিংসের প্রথম ওভারে প্রথম ৩ বলে ৩টি উইকেট হারায় বাংলাদেশ।ক্রিকেট মাঠে সকল বলারের স্বপ্ন থেকে হ্যাট্রিক করার।তবে ক্রিকেটে যে কোনো বোলারের জন্য এমন হ্যাটট্রিক স্বপ্নের মতো ব্যপার। আর সেই স্বপ্ন যদি হয় আইসিসি বিশ্বকাপ টুর্নামেন্টের মতো কোনো বড় আসরে তাহলে সেই তাৎপর্য আর বেড়ে যায়।

২০০৩ সালের আজকের এই দিনের বাংলাদেশকে এক লজ্জার রেকর্ড উপহার দিয়েছিলেন শ্রীলঙ্কার পেসার চামিন্দা ভাস। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিলো বিশ্বকাপ টুর্নামেন্টে। সেদিন বড় লজ্জায় ডুবতে হয়েছিল বাংলাদেশকে। ওই ম্যাচে একমাত্র বোলার হিসেবে ইনিংসের প্রথম ওভারের প্রথম ৩ বলে হ্যাটট্রিকের বিরল কীর্তিটি গড়েন চামিন্দা ভাস।

ওইদিন টসে জিতে আগে খালেদ মাসুদের বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। শুরুতে ব্যাটিংয়ে নেমে ভাসের প্রথম বলেই ড্রাইভ করতে গিয়ে বোল্ড হয়ে যান বাংলাদেশী ওপেনার হান্নান সরকার। দ্বিতীয় বলে মোহাম্মদ আশরাফুল ফিরতি ক্যাচ তুলে দেন ভাসেরই হাতে। আর তৃতীয় বলে দ্বিতীয় স্লিপে মাহেলা জয়াবর্ধনের হাতে ক্যাচ তুলে দেন এহসানুল হক। এভাবেই প্রথম ওভারের প্রথম ৩ বলে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েন চামিন্দা ভাস। এক বল বিরতির পর সানোয়ার হোসেনকেও এলবিডাব্লিউ করেছিলেন চামিন্দা ভাস।

আগে ব্যাট করতে নেমে সেদিন ৩১.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৪ রান করেছিল। জবাবে কোনো উইকেট না হারিয়ে জয় পেয়ে যায় শ্রীলঙ্কা।