
বিপিএলের ৬ষ্ট আসরের শুরু থেকেই হচ্ছে নানা বিষয় থেকে সমালচনা। এই আসরে ঢাকা বনাম রাজশাহীর ম্যাচে হাস্যকর ভুল করে সম্প্রচারকারীরা। এই ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানের নামটাও ভুল করল সম্প্রচারকারীরা। সেই ম্যাচে ঢাকা ফিল্ডিং করার সময় সাকিবের নাম উঠে এসেছিলো বারবার। টিভির হাইলাইটসে তখন সাকিবকে দেখানো হয়েছিলো সাকিব […]








