
আজ থেকে শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের ১২তম আসর। এই আসর চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
বাংলাদেশের অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের সকল খেলা সম্প্রচার করবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। এ টুর্নামেন্টের মাধ্যমে টিভির লাইভ পরীক্ষা হবে।
আর এর ম্যাধমে বঙ্গবন্ধু স্যাটেলাইটে অন্তত ২০টি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন পরীক্ষা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল)।
এবারের সাফ চ্যাম্পিয়নশিপের প্রডাকশনের দায়িত্বে আছে বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইন। তাদের কাছ থেকেই বিসিএসসিএল ফিড নিয়ে তা বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে দেয়া হবে। আর এতেই পরীক্ষা হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সম্প্রচার কাজের। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন সরকারি কোম্পানি বিসিএসসিএলের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।
তবে চ্যানেল নাইন তাদের নিজের মতো করে ম্যাচগুলো সম্প্রচার করবে। এ সময়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে কিছু পরীক্ষা করা হবে।
গত ১১ মে যুক্তরাষ্ট্রের কেপ কার্নিভাল থেকে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে উৎক্ষেপণ করা হয়। স্যাটেলাইটটি উৎক্ষেপণ করতে সব মিলিয়ে খরচ হয়েছে দুই হাজার ৭৬৫ কোটি টাকা। আগামী সাত বছরের মধ্যে এ খরচ উঠবে আসবে বলে ধারণা উৎক্ষেপণকারী সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)।
